২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি সংক্রান্ত

সরকারি শাহ আব্দুর রউফ কলেজ পীরগঞ্জ, রংপুর এ ২০২১-২২ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তির জন্য অনলাইন থেকে ফরম উঠিয়ে প্রয়োজনীয় কাগজপত্র এবং নির্ধারিত ফি বাবদ জমা দিতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র সমূহ-
১। SSC ও HSC পরীক্ষার নম্বর ও প্রশংসাপত্রের ফটোকপি
২। HSC পরীক্ষার মূল নম্বর পত্র
৩। মা-বাবা’র NID, শিক্ষার্থীর NID বা জন্ম নিবন্ধনের কপি (যদি থাকে)
৪। এডমিশন ফরম

ভর্তি ফি –
১। বিজ্ঞান অনুষদ ৭,৮১০ টাকা  (৬৬১০ টাকা রকেটে এবং ১,২০০ টাকা সেমিনার + ভর্তি কার্যক্রম)
২। কলা অনুষদ ৭,৪১০ টাকা (৬৫১০ টাকা রকেট এবং ৯০০ টাকা সেমিনার + ভর্তি কার্যক্রম)

রকেট বিলার আইডি 3402

বিঃ দ্রঃ যারা অনলাইনে ভর্তি হতে ইচ্ছুক তারা রকেট আইডি 3402 তে উল্লিখিত পরিমাণ অর্থ জমা দিয়ে বাকি টাকা বিকাশ নম্বর 01717013948 তে পাঠিয়ে প্রয়োজনীয় কাগজপত্র [email protected] তে মেইল করে ভর্তি হতে পারবে।

বিস্তারিত জানতে কল করতে পারেন 01717013948।

অধ্যক্ষ
সরকারি শাহ আব্দুর রউফ কলেজ
পীরগঞ্জ, রংপুর।