অধ্যক্ষ

মো. রাশেদুন্নবী

শিক্ষকদের তালিকা

মো. রাশেদুন্নবী অধ্যক্ষ

যোগদানের তারিখ: প্রভাষক হিসাবে ১৪/০৯/১৯৯২ খ্রি.,
অধ্যক্ষ হিসাবে ১৫/০২/২০০৫ খ্রি.

মো. শহিদুল ইসলাম উপাধ্যক্ষ

যোগদানের তারিখ: প্রভাষক হিসেবে ১০/১২/১৯৯০ খ্রি.,
উপাধ্যক্ষ হিসেবে ০৩/০১/২০০৮ খ্রি.

ই.এম.এম. রায়হান আলম প্রভাষক

যোগদানের তারিখ: ০৮/০৭/২০০৪ খ্রি.

সকল শিক্ষকের তালিকা

রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার একটি প্রাচীন জনপদ,এই জনপদ,এই জনপদ শাহ ইসমাইল গাজী (রা:) এবং মধ্যযুগীয় অধ্যায়তিক ও সাধক কবি কাজী হেয়াৎ মামুদের জন্মভুমি। জনপদের বসবাসকারী অধিকাংশ মানুষ দরিদ্র সীমায় বসবাস করে। সেহেতু তাদের ছেলে মেয়েদের শিক্ষাদানের উদ্দেশ্যে বিশিষ্ট রাজনীতিবিদ জনাব কাজী আব্দুল হালিমের নেতৃত্বে সুধীজনের প্রচেষ্টায় শাহ্‌ আব্দুর রউফ কলেজ স্থাপিত হয়। বর্তমান প্রতিষ্ঠানটি এই উপজেলার বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।


পদ্মাসেতু উদ্বোধন করায় মাননীয় প্রধানমন্ত্রীকে শাহ্ আব্দুর রউফ কলেজের পক্ষ থেকে ধন্যবাদ।