২০২০-২১ ডিগ্রি পাস কোর্সে ভর্তির আবেদন প্রসঙ্গে
সরকারি শাহ আব্দুর রউফ কলেজ পীরগঞ্জ, রংপুর এ ২০২০-২১ ডিগ্রি পাস কোর্সে ভর্তির অনলাইনে প্রাথমিক আবেদন জমা নেওয়া হচ্ছে। অনলাইনে (www.nu.ac.bd/admissions) অপসনে আবেদন ফরম পূরণ করে ২৫০ টাকা রকেট পেমেন্টের বিলার আইডি 3402 তে পরিশোধ করতে হবে।
রকেট পেমেন্ট অপশনে রেফারেন্স অপশনে ADMISSION ROLL অবশ্যই সঠিকভাবে লিখতে হবে। রকেট পেমেন্টের মাধ্যমে প্রাথমিক আবেদন ফি প্রদান করা হলে আবেদনের কপি জমা দিতে হবে না। সরাসরি পেমেন্টের ক্ষেত্রে আবেদনের কপি ২৯/১১/২০২১ খ্রি. তারিখের মধ্যেই কলেজ অফিসে জমা দিতে হবে। ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য জানতে 01717013948 নম্বরে যোগাযোগ করুন।
সরকারি শাহ্ আব্দুর রউফ কলেজ,